মামুন কৌশিক, বারহাট্টা থেকে : নেত্রকোণার বারহাট্টা উপজেলায় নতুন করে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছে।জানা যায় নিশ্চিতপুর গ্রামের নতুন এই রোগীর বয়স ২০ থেকে ২৫ বছর।গত মঙ্গলবার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের দেওপুর গ্রামের পাঁচজন ও চানপুর গ্রামের একজন রোগী সনাক্ত হয়।একই দিনে আসমা ইউনিয়নেও একজন সনাক্ত হয়।এ বিষয়ে সিভিল সার্জন ডা: মো: তাজুল ইসলাম বলেন যে, বর্তমান পরিস্থিতি যদি সুস্থ থাকতে চান তবে সবাই ঘরে থাকুন।
You cannot copy content of this page