আরিফুল ইসলাম রিফাতঃ লোহাগাড়া, চট্টগ্রাম।
করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি সিএনজি চালকদের মাঝে চট্টগ্রামের লোহাগাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রথম ধাপে ২২০ জন চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ও লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রোমেল, উপজেলা যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, ছাত্রনেতা ইনজামামুল হক চৌধুরী যুবরাজ,লোহাগাড়া সিএনজি চালক সমবায় সমিতির সভাপতি শ্রমিকনেতা মুহাম্মদ আবুল কাসেম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রাসেল।
উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মুহাম্মদ আরমান বাবু রোমেল বলেন, লোহাগাড়া সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দদেরকে তিনি সঞ্চয়ের মাধ্যমে টাকা জমা রাখতে উদ্বুদ্ধ করেন।সে টাকা দিয়ে সংগঠনের পক্ষ থেকে ৬০০ পরিবারকে ত্রাণ দেওয়া হবে।প্রথমধাপে ২২০ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল বলেন, সকল সিএনজি চালকদের জন্য তাদের সঞ্চয়ের মাধ্যমে জমাকৃত টাকা থেকে সমন্বয় করে খাবার সামগ্রী পৌঁছে দিয়ে আরমান বাবু মহৎ উদ্যোগ নিয়েছেন সত্যিই প্রশংসনীয়।তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় ও কর্মহীন মানুষকে খাবার সামগ্রী পৌঁছে দেওয়ার আহবান।
You cannot copy content of this page