রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া রাংগুনীয়া উপজেলায় কদমতলী ইউনিয়নে হতদরিদ্র সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে ১৮-৪-২০২০ তরিখে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদল ।
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী’র উদ্যােগে জেলা যুবদলের সহসভাপতি আবদুল গফুরের তত্বাবধানে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবদলের সহসভাপতি বেলাল উদ্দিন বেলাল, মুহাম্মদ আজাদ,হারাদন দাস, উপজেলা যুবদল নেতা এস এম লোকমান, জি এস শোয়াইব কাদের সহ নেতৃবৃন্দ।
এ বিষয়ে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী বলেন লকডাউনের শুরু থেকেই আমরা জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের সাধ্যমতো চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন প্রায় উপজেলায় হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি ,জেলায় এ পর্যন্ত প্রায় তিন হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের পাশাপাশি প্রায় সকল উপজেলা ও পৌরসভায় জেলা যুবদলের পক্ষ থেকে জনসচেতনতামূলক লিফলেট, মাক্স, সাবান ও হেন্ড স্যানিটাইজার বিতরণ ও করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে,যা চলমান রয়েছে এবং করোনা ভাইরাস মুক্ত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইন শা আল্লাহ।
করোনা ভাইরাসের কারনে লকডাউন হয়ে সারাদেশে অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন, এমতাবস্থায় ধর্ম- দলমত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে থাকার জন্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সমাজের বিত্তশালী মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান এস এ মুরাদ চৌধুরী ।
Leave a Reply