প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২০, ৭:৫৩ পূর্বাহ্ণ
করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতন হতে হবে: জাকিরুল ইসলাম লিমন
নাসিম আহমেদ রিয়াদঃ
বিভিন্ন দেশের গন্ডি পেরিয়ে বাংলাদেশে ১৮৩৮ জনের করোনা ভাইরাস পাওয়া গিয়াছে। দেশে এর সংক্রমণের সংবাদ ছড়িয়ে পড়ার পরই মানুষের মাঝে এ নিয়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিরাজগঞ্জ শাখার সাবেক সভাপতি জাকিরুল ইসলাম লিমন।
জাকিরুল ইসলাম লিমন বলেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এ রোগে মৃত্যুঝুঁকি ইবোলার চাইতে অনেক কম, শতকরা তিন শতাংশেরও কম। তবে এ ভাইরাস প্রতিরোধে হাত ধোয়াসহ প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থাগুলো সম্পর্কে জানাতে হবে।
তিনি আরও বলেন, এ বিষয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সবার সচেতন হওয়া উচিত। নিজে এবং আশপাশের সবাইকে এ বিষয়ে সচেতন করতে হবে। নিজেকে নিরাপদে থাকতে হবে। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সকলকে সতর্ক থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং জনসমাগম থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তিনি বিদেশে যাওয়া আসার সময় মাক্স ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন।
© 2024 Probashtime