মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ২২ বছর বয়সী এক ভাটা শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি উপজেলার দঃ শ্রীপুর ইউনিয়নের ঘোঁজাডাঙ্গা এলাকার এসবি ব্রিকসে ঘটেছে। জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে আব্দুর রহিমের পুত্র রফিকুল ইসলাম (২২) গত শুক্রবার(১৭ এপ্রিল) রাত ৮টায় এস.বি ইট ভাটার বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। নিহত রফিকুল ইসলাম ঐ এস.বি ইট ভাটার শ্রমিক ছিলেন। মৃতের ভাই শফিকুল ইসলাম জানান, আমরা একই সময়ে ভাটার সামন্য কাজ সেরে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম এসময় অসাবধানতায় আমার ছোট ভাই রফিক বিদ্যুতের তারে শর্টখেয়ে ছটফট করতেছিল। আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে রফিককে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। কালিগঞ্জ থানার উপ পরিদর্শক জিয়ারত আলী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার যথাযথ তদন্ত চলছে। এঘটনায় এলাকার শোকের ছায়া নেমে আসে।
You cannot copy content of this page