গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘর থেকে বের হতে না পারায়, কর্মহীন হয়ে বিপাকে দিন কাটানো অজপাড়াগাঁয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের লক্ষ্মিপুর হাইস্কুল মাঠে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন শাপলাবাড়ি গ্রামে ব্যবসায়ী দুলাল হোসেন।
খাদ্যসামগ্রী বিতরণকালে মো. দুলাল বলেন, মহামারী ভাইরাসের বিস্তার রোধে ঘরে বন্দি থাকা গ্রামের মানুষগুলো সত্যিই অনেকটা অসহায়ত্ব নিয়ে জীবনযাপন করছে। আমি সামান্য একজন ক্ষুদ্র ব্যবসায়ী হলেও নিজ দায়িত্ব পালনের জন্য ব্যক্তি উদ্যোগে, এই ইউনিয়নের প্রায় তিনটি ওয়ার্ডের অসহায় পরিবারগুলোকে খুঁজে বের করে, সামাজিক দূরত্ব বজায় রেখে সামান্যতম কিছু খাদ্য সহায়তা প্রদান করলাম।
অজপাড়াগাঁয়ে অতিকষ্টে থাকা নিম্নবিত্ত অসহায় পরিবারগুলোর পাশে, মানবিক সাহায্যের হাত বাড়িয়ে জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।
You cannot copy content of this page