আবদুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
বর্তমান করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে।দিন যত যাচ্ছে করোনাভাইরাস মহামারি আরও বৃদ্ধি পাচ্ছে।এমতাবস্থায় করোনাভাইরাস সংক্রমণের কারনে কাজ না থাকা প্রবাসি বাঙালিদের পাশে ধারাবাহিকভাবে দ্রব্যসামগ্রী বিতরণ করে যাচ্ছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সংযুক্ত আরব আমিরাতের রাসআল খাইমার নেতৃৃৃবৃন্দ।বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাফর চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাসআল খাইমার সভাপতি জসিম মল্লিক, সহ-সভাপতি মাইনউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্বাসের নেতৃত্বে শুক্রবার ও শনিবার বেশ কয়েকজন প্রবাসি বাঙালির মাঝে এই দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ বলেন,করোনাভাইরাস মহামারীতে প্রবাসী বাঙালিদেরকে ভালো রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এর ধারা অব্যাহত থাকিবে।
You cannot copy content of this page