সাফিয়ান স্বাধীন,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ৬৭ বস্তা চালসহ ইউনিয়ন আ.লীগ সভাপতিকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার। এসময় ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওএমএস ডিলার আলালউদ্দীন স্বপনের বাড়ি থেকে ৬৭ বস্তা চাল উদ্ধার করা হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর নেতৃত্বেই এ অভিযান চালানো হয়। তিনি আরও বলেন, আলাউদ্দীন স্বপন চালের ডিলার হিসেবে ১০ টাকা কেজি মূল্যের এই চালগুলো তিনি জনগণের মাঝে বিক্রি করার উদ্দেশ্যে উপজেলা খাদ্য গুদাম থেকে উত্তোলন করেন। কিন্তু তা দারিদ্র্যের মাঝে বিক্রি না করে নিজের বাড়িতেই রেখে দিয়েছিলেন বেশি মূল্যে বিক্রি করার জন্য।
Leave a Reply