দেশ্যব্যাপী চলমান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসমাগম ঠেকাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। শুক্রবার (১৭ এপ্রিল) ওই ইউপি চেয়ারম্যান ফেসবুক পেজে তার ইউনিয়নের ছয়টি হাটের নতুন স্থানের তালিকা প্রকাশ করেন। সেখানে উল্লেখ করেন চালিতাডাঙ্গার হাট কালিতলা স্কুল মাঠ প্রাঙ্গণ,শিমুলদাইড় হাট সেখানকার প্রতিবন্ধী স্কুল মাঠ প্রাঙ্গণ,গাড়াবেড় হাট গাড়াবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ,কবিহার হাইস্কুল মাঠ প্রাঙ্গণ,মাথাইলচাপড় হাইস্কুল মাঠ প্রাঙ্গণ এবং ভানুডাঙ্গা হাট চরভানুডাঙ্গা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে স্থানান্তর করা হলো। তিনি আরও উল্লেখ করেন,‘দয়া করে সবাই নিয়মকানুন মেনে চলবেন,কারো শরীরের সাথে যেন শরীর স্পর্শ না করে। অযথা ঘর থেকে বের হবেন না। যার যার পাড়া,মহল্লা,গ্রাম-তারা তারা নিরাপদ রাখুন। আপনার নিজের স্বার্থে সতর্ক থাকুন।’
নিরাপদ জীবন যাপনের প্রতি গুরুত্বারোপ করে তিনি উল্লেখ করেন,“মনে রাখবেন, আপনার নিজের জীবনের চেয়ে আপন এই পৃথিবীতে আর কিছু নেই। ভাল থাকুন, নিরাপদে থাকুন”
Leave a Reply