লেখক- মোঃ ছিদ্দিক
( কবি ও সাংবাদিক):
মানবতার মাঠে দারিয়ে কেউ একজন
এক হাতে ক্যামেরা অন্য হাতে কলম।
অন্যায়-অত্যাচার পরলে ধরা
সত্য প্রকাশ করবে তারা।
তাদের মাঝে আছে কিছু লোক
প্রতিবাদ হীন সয়তান নাই বিবেক ,
বিবেক বুদ্ধি গেলো বুঝি মারা
তারা আর কী যানে ভন্ডামি ছাড়া ?
ভূল যদি সুদ্রাতে পারে
সৎকর্ম করে,সাংবাদিক বলে তারে |
দেশের জন্য করছে যে কাজ
মরন-বরণ দেখবে কে আজ |
সত্য তার পোষাক,প্রতিবাদ তার ভাষা,
সাংবাদিকতা তাই মহান পেশা |
দেশ গঠনের শক্তি তারা
চলবে কি দেশ সাংবাদিক ছাড়া ?
এস/আর/শাহিন রেজা।
Leave a Reply