মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে দুই সন্তানের জননী সুফিয়া পারভীন (৩৮) গলায় রশি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে। তিনি বিষ্ণুপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের নিজাম উদ্দীনের স্ত্রী। থানা ও পারিবারিক সুত্রে জানাগেছে, শ্রীরামপুর গ্রামের সৈয়েদ আলীর মেয়ে সুফিয়া পারভীন রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় স্বামীর বাসগৃহে গলায় রশিদিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক ভাবে সুখে থাকা সুফিয়া পারভীন দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধীতে আক্রান্ত ছিলেন। সেকারণেই আত্মহত্য করতে পারে এমনটা বললেন সুফিয়ার ভাই রবিউল ইসলাম। ইউপি সদস্য শেখ সিরাজুল ইসলাম বলেন নিজাম উদ্দীন ও সুফিয়ার ছিল সুখের সংসার, তাদের দুই ছেলে আছে। বড় ছেলে অনার্স পড়ুয়া ছাত্র। তবে দীর্ঘদিন অসুস্থ ছিল। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে আত্মহত্যার ঘটনা জানতে পেরেছি।
Leave a Reply