মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা ) প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিগঞ্জে সোমবার (২০ এপ্রিল) হতে টিসিবি'র ৭শ ৭০ টাকার মালামালের প্যাকেজ খোলা বাজার বিক্রয় করা হবে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের তদারকীতে এ প্যাকেজ বিক্রয় হবে। সোমবার সকাল থেকে কালিগঞ্জ উপজেলার পিরোজপুর মোড়ে সর্ব সাধারণের জন্য উন্মুক্তভাবে টিসিবি'র ব্যানারে মালামাল বিক্রয় করা হবে। প্যাকেজে থাকছে পাঁচ লিটার তৈল, ৪ কেজি চিনি, ১ কেজি ডাল ও ২ কেজি ছোলা।
কালিগঞ্জ উপজেলা পরিষদের সু-যোগ্য চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের কালিগঞ্জ উপজেলা শাখার সিনিঃ সহ সভাপতি জননেতা সাঈদ মেহেদী টিসিবি'র মালামাল বিক্রয়ের উদ্বোধন করবেন সকালে।
You cannot copy content of this page