সালাহ্উদ্দিন শুভ,মৌলভীবাজার প্রতিনিধি:: বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের খাদ্য সামগ্রী বিতরণ বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৯ এপ্রিল) দুপুরে সিলেট জেলা ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের ব্যবস্থাপনায় বাংলাদেশ ব্যাপ্টিস্ট চার্চ ফেলোশিপের আর্থিক সহযোগিতায় আবদ্ধ সিলেট বিভাগের মোট ৮০টি দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত কয়েকদিন ধরে পরিবার প্রতি ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি লবণ বিতরণ করা হয়।
এ সময় পৃথকভাবে নাজারেথ তেলুগু ব্যাপ্টিস্ট চার্চ, পালকিছড়া ব্যাপ্টিস্ট চার্চ, শ্রীমঙ্গল ব্যাপ্টিস্ট চার্চ, বাংলাদেশ মৈতৈ ব্যাপ্টিস্ট চার্চ, যিহোবাযিরি ব্যাপ্টিস্ট চার্চ, জেরিন ব্যাপ্টিস্ট চার্চ, বাবিল ব্যাপ্টিস্ট চার্চ, সাহাবাস পুর ব্যাপ্টিস্ট চার্চ, বিদ্যাবিল ব্যাপ্টিস্ট চার্চ ও সিলেট ইম্মানুয়েল ব্যাপ্টিস্ট চার্চের মোট ৮০ টি পরিবারে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কমিটির কনভেনর মিখায়েল পিরেগু জানান, এই খাদ্য সহায়তা কার্যক্রমে আরও যুক্ত ছিলেন পালকিছড়া সিডিএসপির ব্যবস্থাপক শ্যামুয়েল রোকন মল্লিক, হিসাবরক্ষক মজেশ বারই, পালক যোষেফ রালফ ও পালক প্রবোধ রায়।
এস/আর/শাহিন রেজা।
You cannot copy content of this page