মামুন কৌশিক, বারহাট্টা থেকে : সারা দেশে করোনা রোগীর সংখ্যা আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পাচ্ছে।দেশের প্রায় সব জেলাকে লড ডাউন করেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না করোনা সংক্রমণ।কারণ করোনা সংক্রমণ প্রতিরোধের প্রধান শর্ত সামাজিক দূরত্ব মেনে চলা যা মেনে চলছেন না সাধারণ মানুষ।ব্যাতিক্রম নয় নেত্রকোণার বারহাট্টা উপজেলাতেও।প্রায়ই দেখা যায় লোকজন গিজগিজ করছে উপজেলার বাজার গুলোতে।এলাকাবাসীর দাবীর মুখে গতকালই বারহাট্টা উপজেলা সদরের আসমা বাজারকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্থানান্তর করা হয়েছে।আজকে উপজেলা প্রশাসন গোপালপুর বাজারকেও বারহাট্টা কাচারী মাঠে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ বলেন যে,আপনারা সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে চলুন।নিজেও সুস্থ থাকুন অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন।
You cannot copy content of this page