জেলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক: ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের লেজপাতা গ্রামের লেজপাতা তরুন প্রজন্ম নামক সামাজিক সংঘঠনের উদ্যোগে করোনায় কর্ম হিন হয়ে পরে যাওয়ায় হত দরিদ্র মানুষের মাঝে দ্বিতীয় বাড়ের মত, আজ রবি বার বিকাল তিন টায় ৩০০ হত দরিদ্র পরিবেিরর মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, তেল সামগ্রী বিতরন করেন।
এসময় উপস্থিত ছিলেন, সংঘঠনের প্রতিষ্ঠাতা রাকিব পন্ডিত, সভাপতি গ্যয়াসউদ্দিন হাওলাদার, যুগ্ন সাধারনর সম্পাদক সুদর্শন বাবু, ও সাহিত্য বিষয়ক সম্পাদক মেহেদি হাসান, সহ অত্র সংঘঠনের সকল সদ্যস্য বৃন্ধ।
এসময় সংঘঠনের সভাপতি গ্যয়াসউদ্দিন হাওলাদার বলেন, আমাদের এ সংঘঠনের মত যদি দেশের সকল তরুন প্রযন্ম যদি এগিয়ে আসে তাহলে করোনা মোকাবেলা সম্ভব হবে।ত্রান পেয়ে খুশি গ্রমের হত দরিদ্ররা
এস/আর/শাহিন রেজা।
Leave a Reply