মধুপুর উপজেলা প্রতিনিধি মধুপুর পৌর আওয়ামিলীগ এর সভাপতি সিদ্দিক হোসেন খান এর নির্দেশে কর্মবঞ্চিত অসহায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন রনি গোস্বামী ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার। তিনি ১৯ এপ্রিল রবি বার সকালে ১১টায় মধুপুর পৌর এলাকায় কর্মবঞ্চিত অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ তুলে দেন।
এ সময় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুষার বলেন, মধুপুর পৌর আওয়ামিলীগ এর সভাপতি সিদ্দিক হোসেন খান নির্দেশনায় কর্মহীন মানুষেরা যেন ক্ষুধার জন্য অসহায়ত্ববোধ না করে সে কারনে আমাদের ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। যতদিন দেশে এ পরিস্থিতি বিরাজ করবে আমরা তাদের পাশে আছি এবং আমাদের ত্রান বিতরনের কাজ অব্যাহত থাকবে। নিজেদের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
You cannot copy content of this page