আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সাবেক সংসদ সদস্য শহীদুল ইসলাম খানের ছেলে আসিফ ইমরান খান (৩২) মারা গেছেন।
শনিবার (১৮ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ ‘করোনায় মারা গেছে’ গুঞ্জন উঠলেও বিষয়টি সত্য নয়।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ ইন্সপেকটর বাচ্চু মিয়া জাগো নিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আসিফের পেটে নাড়ি পেঁচিয়ে গিয়েছিল। পরে গুরুতর অবস্থায় তাকে ঢামেকের সার্জারি বিভাগে ভর্তি ছিলেন। শনিবার রাত সাড়ে ৮টায় তিনি মারা যান। রাতেই পরিবারের সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।
Leave a Reply