চিকিৎসা অচল
ডাক্তার মোঃ আবুল কাসেম (এমবিবিএস)
দেশ উননয়নের মহা সড়কে উঠেগেছে আজ সে মহাসড়ক অচল।কদিন আগেও মানুষ টকশোতে বিভিন্ন সেক্টর পুলিশ বিজ্ঞ জনেরও ভাবত কি ভাবে এই জানজট কমাবে সব ভাবনার অবসান করে দিল করোনা।
দেশে যাদের জন্য মহা সড়ক পদ্মা সেতুর মতবড় বড় সেতু মেট্রোরেল ওভার ব্রিজ বানিয়েছে তারা আজ ঘরে বন্দী।এই বন্দী মানুষগুলো আজ কি চায় চিকিৎসা আর খাবার।কত অবহেলিত চিকিৎসা ব্যবস্থা আজ জাতি হাড়ে হাড়ে টের পাচ্ছে ।যাদের অবস্থা ভাল আর নেতা শিল্পপতি সাংসদ সব তো একটু সর্দিজ্বর হলে বিদেশে দৌড়ায় আজ সেটাও বন্ধ নিয়তির খেলা।নিজেদের চিকিৎসা ব্যবস্থা ধংশ করে ভারতকে লাভবান করতে এই সেক্টর এর প্রতি কখনো নজর দেয়নি আপনাদের মনে আছে আজ থেকে পাঁচ বৎসর আগে পাবনার এক ডাক্তার কে সটান রিলিজ দিয়েছিল ওনার দোষ ছিল যন্ত্র পাতি ক্রয় পেপারে সই দেননি মন্ত্রী নাছিম ছিল তখন।যদি তখন এর তদন্ত বিচার হত তাহলে হাসপাতাল গুলো এত দুরবস্থার মুখে পড়তনা।উপরনত ব্যাঙের ছাতার মত ক্লিনিক সারাদেশে নিতীমালা বিহীন চলছে সরকারী হাসপাতাল গুলো দুরনিীতির কারখানা বানিয়েছে যন্ত্র পাতি গুলো অকেজো বানিয়ে প্রাইভেট হাসপাতালের রাম রমা ব্যবসা চালাচ্ছেন প্রভাবশালীরা বা কোনো না কোনো নেতা কে ধরবে কে বলবে ওনারাই তো দেশ চালান।আর খাদ্যের কথা কি বলব বিষ খাবার খেয়ে জাতি কিভাবে লড়বে করোনার সাথে আছে কি সেই শক্তি মানুষের সবাই তো ওবাইদুল কাদের এর মত শক্তি শালী না করোনা মোকাবিলায়।তাই হাজার হাজার কোটি টাকার সড়কে পড়ে থাকবে লাশের মিছিল ।সময় থাকতে লাশ টানায় গাড়ীর ব্যবস্থা করেন তানাহলে গন্ধে মানুষ মরবে।কারন এত লাশ গুম করা তো সম্ভব না।হায়রে মানুষের জন্য রাজনীতি অথচ রাজনীতির রোসানলে মানুষ যে কি অসহায় তা এই দুর্দিনে চাল চুরি দেখে বুঝা যায়।কেউ দেশের টাকা বিদেশে পাঠায় কেউ গরীবের মুখেরটা কেড়ে নেয় এদের থেকে কে বাঁচাবে দেশ ও মানুষ।আল্লাহ একমাত্র ভরসা
লেখক পরিচিতি - প্রবাসী চিকিৎসক - লেখক
সিনিয়র মেডিসিন এন্ড ডায়াবেটিস বিশেষজ্ঞ
ঢাকা মেডিকেল সেন্টার, বাথা, রিয়াদ, সৌদি আরব।
You cannot copy content of this page