লেখক- মোঃ ছিদ্দিক:
বলো চিরদিন কেন
ভালোবাসা পাইনা?
আবেগী মন কেনো
কূল ছুঁতে পারে না?
মাঝে মাঝে কষ্টেরা কেন হয়
জমাট বাঁধা দখিনা?
হে বিধি ,বলো চিরদিন কেন
ভালোবাসা পাই না?
নাবালিকা খুকির মতো
অহেতুক কেন উঠে মনে রাগ?
অভিমান না ভেঙ্গে
কেন হয় জমাট?
তুমি বলো কেন চিরদিন
ভালোবাসা পাইনা?
এ মন তুমি ছাড়া
আর তো কিছু খোঁজেনা,
হে বিধি চিরদিন কেন সবার মন
একরকম থাকেনা?
Leave a Reply