জবি প্রতিনিধিঃ এলাকায় মাদক বিক্রির প্রতিবাদ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি ) শিক্ষার্থী মোঃ আব্দুল আলিম ও তার পরিবারের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
এক বিবৃতির মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে জবি শিক্ষক সমিতি। বিবৃতিতে বলা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ২০২০ এর পক্ষ থেকে আমরা এই বর্বরচিত নির্মম হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। এই ঘটনার দ্রুত তদন্ত করে আইনের আওতায় হামলাকারী মাদক সন্ত্রাসীদের কঠিন শাস্তি দাবী করছি। এব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র কল্যাণের পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি।
উল্লেখ্য যে , শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা গ্রামে মসজিদের পাশে মাদক বিক্রির করছিল কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী। তখন মাদক বিক্রির প্রতিবাদ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: আব্দুল আলিম। উক্ত ঘটনার জের ধরে তার বাবা, মা, ভাই, বোনসহ পুরো পরিবারের ওপর নির্মম হামলা চালায় মাদক ব্যবসায়ীরা।
উক্ত ঘটনায় শিক্ষার্থী আলিম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
Leave a Reply