ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিক:দৌলতখান উপজেলায় ছাত্রলীগ এর ত্রাণ বিতরন অব্যাহত আছে। করোনা ভাইরাস কেভিড-১৯ এর প্রভাবে খেটে খাওয়া অসহায় মানুষের পার্স্বে প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আওয়ামিলীগ এর সহযোগি সংগঠন টির নেতা কর্মীরা।
ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলি আজম মুকুল এমপি”র দিক নির্দেশনায় কাজ করছে তারা। উপজেলা ছাত্রলীগ সভাপতি মোতালেব হোসেন সবুজ সম্পাদক কামাল পারভেজ এর নেতৃত্বে শতাধিক সেচ্ছাসেবক বাড়ি বাড়ি পৌছে দিচ্ছে খাদ্য সামগ্রি। মধ্যবিত্তদের ঘরে গোপনে পৌছানো হচ্ছে নিত্য প্রয়জনিয় খাদ্য দ্রব্য। চাল, ডাল, লবন, সাবান, তৈল, আলু, চিনি সাথে বিভিন্ন ধরনের সবজি দেওয়া হচ্ছে। উপজেলা ছাত্রলীগ সভাপতি বলছেন মাননীয় সাংসদ আমাদের নির্দেশ দিয়েছেন দুর্যোগ ময় মুহুর্তে মানুষের পার্স্বে দাড়াতে, তার নির্দেশনায় কাজ করছি আমরা, ছাত্রলীগের প্রতিটি সদশ্য মানুষের দ্বারে দ্বরে যাচ্ছে খাদ্য সামগ্রি নিয়ে। সম্পাদক বলছেন প্রতিটি ইউনিয়ন ও পৌর সভা কমিটির নেতা কর্মীরা মাননীয় সাংসদের নির্দেশে কাজ করছে।
সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আরিফ মাহামুদ জয় বলছেন আমরা নেতাদের নির্দেশে কাজ করছি মানুষের জন্য। চরখলিফা ইউপি সম্পাদক মোঃ সুমন বলছেন কেভিড-১৯ এর দুর্যোগে নেতাদের নির্দেশে সেচ্ছাসেবক হিসেবে কাজ করছি আমরা। সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা জুরে ছাত্রলীগ এর নেতা কর্মীরা বিতরন করছে ত্রাণ।
উপস্থিত থাকছেন মাননীয় সাংসদ আলি আজম মুকুল এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ।
You cannot copy content of this page