সবুজ সরকারঃ
সিরাজগন্জের জেলার বেলকুচিতে প্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী সনাক্ত হওয়ায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ১৯ এপ্রিল (রবিবার) রাতে বেলকুচি উপজেলা প্রশাসন দৌলতপুর ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত এলাকা সমূহকে লকডাউন ঘোষণা করে।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাযায়, সাম্প্রতিক নারায়ণগঞ্জ থেকে আগত বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে অবস্থান নেওয়া রজব (৬৫) নামের এক বৃদ্ধের করোনা পজেটিভ সনাক্ত হয়। বিষয়টি স্থানীয় প্রশাসন অবহিত হওয়ার পর ঐ ইউনিয়নের ৮ নং ও ৯ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত গ্রামগুলোকে লকডাউন ঘোষণা করে।
এবিষয়ে বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রহমতুল্লাহ জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি সনাক্ত হওয়ার কারণে আমরা দৌলতপুর ইউনিয়নের ২টি ওয়ার্ডকে লকডাউন ঘোষণা করেছি । এ ঘোষণা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
You cannot copy content of this page