ভোলা প্রতিনিধি মোঃ ছিদ্দিকঃ ভোলা বোরহানউদ্দিনে চালসহ নিত্য পণ্যের দাম অস্বাভাবিক! হিমশিম খাচ্ছে মধ্যবৃত্ত সহ নিন্ম অায়ের মানুষ। কালো বাজারী ও অতি মুনাফালোভীদের যাতাকলে নিষ্পেষিত সাধারণ মানুষ। পবিত্র মাহে রমযানকে সামনে রেখে বোরহানউদ্দিনে চাল, ডাল, তেল, অালু, অাদা, পেঁয়াজ, রসুন সহ নিত্য প্রয়োজনীয় সকল ভোগ্য পণ্যের দাম অাকাশচুম্বী। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মুল্য।
ক্রেতাদের অভিযোগ, বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ নিয়মিত কোনো মনিটরিং না থাকায় যে যেভাবে পারছে মনগড়া দরদাম হাকাচ্ছে। অপর দিকে সারাদেশের নিত্য পণ্যের বাজারে সরবরাহ উন্মুক্ত থাকলেও বিক্রেতারা দূষছেন 'করোনা' কে। 'করোনা'কে পুঁজি করে, পবিত্র মাহে রমজানকে সামনে রেখে চলছে লোভী ব্যবসায়ীদের কারসাজি। চাল ব্যবসায়ীদের গুদামে চাল স্টক থাকার পরও তারা একবার বলছে সরবরাহ কম, অাবার বলছেন পরিবহন সংকটের কথা।
খোঁজ নিয়ে জানা গেছে, মোকাম গুলোতে পর্যাপ্ত পরিমানে পণ্য মজুত থাকলেও বোরহানউদ্দিনের কতিপয় বাজার নিয়ন্ত্রণকারী সিন্ডিকেটের তেলেছমাতিতে উর্ধ্বমুখী চালসহ নিত্য পণ্যের দাম। এই দূর্যোগ কবলিত সময়ে তাদের কাছে জিম্মি হয়ে পড়ছে সাধারন মানুষ। বাজারের এ উর্ধ্বমুখী নিয়ন্ত্রণে দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগিরা।
You cannot copy content of this page