মামুন কৌশিক, নেত্রকোণা প্রতিনিধি : সারা দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রুপ ধারণ করেছে।যার কারণে লক ডাউনে পুরো দেশ।করোনা সংক্রমণ থেকে বাঁচতে মানুষদের থাকতে হয় সামাজিক দূরত্ব মেনে।এর প্রভাব এসে পরেছে মোহনগঞ্জ সহ হাওর অঞ্চলের কৃষকদের উপর। শ্রমিক সংকটের কারণে অনেক কষ্টের মধ্যে আছেন মোহনগঞ্জের ডিঙ্গাপুতা হাওরের কৃষকরা।তারপরও কৃষকদের মনোবল বৃদ্ধি এবং সার্বিক সাহয্যের জন্য এগিয়ে আসলেন মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান।মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন যে,যদিও আইন-শৃংখলা রক্ষার এক্তিয়ারের বিষয় এটা নয়, তবু মোহনগঞ্জ থানার পুলিশ বাহিনী ডিঙ্গাপুতা হাওরে কৃষকদের ধান কাটা পরিদর্শন, কৃষি শ্রমিকদের মাস্ক বিতরণ ও করোনা সংক্রমণের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করতে গিয়ে নিজেরাই যোগ দিয়েছি কাজে।মোহনগঞ্জ থানা পুলিশ তিনি আরও বলেন যে, কৃষকদের সার্বিক সহযোগীতার পাশাপাশি তাদের মনোবল বৃদ্ধিতেও আমরা মোহনগঞ্জ থানা পুলিশ সব সময় কৃষকদের পাশে থাকব।
You cannot copy content of this page