লেখক - মোঃ ছিদ্দিক
মাঝরাতে যখন বিষন্নতায় ভরে গেছে মনের গভীরতা
ঘরে বাইরে প্রকৃতিতে তখন গভীর নিরবতা,
ক্লান্তিহীন বড়ো বড়ো চাহনিতে চোখ
দেহ মনে বিধ্বংসী আবেগ তাড়িত রোগ,
শব্দ নেই কোথাও এতটুকু শুধু ঘন আধার
বলছে মন আজ খুশিতে নেই প্রিয়জন আমার,
ভেজা চোখে ছবি গুলো দেখি তার বারেবারে
মাঝে মাঝে চক্ষু মুদে জড়িয়ে রাখি অন্তরে,
দেখা যে এখন পাবো না সে যে থাকে বহু দুরে
তবু অপেক্ষমান,তার সাড়া না পেলে যায় গো আমার ঘুম উড়ে,
ইচ্ছে হয় স্বপ্নে যাই তার ঘুমন্ত কপালে চুমু দিয়ে আসি
প্রতিটি নিশ্বাসও বলে পেচু তোমায় বড্ড ভালোবাসি,
কেউতো পারবেনা তুমি রুপি আমাকে দেখতে
শত চেষ্টায় আমার অস্তিত্বও পাবেনা বুঝতে,
কোনো পরিস্থীতিতে কিংবা আবেগে তাকে আমি কষ্ট দিতে চাইনা
সে যে আমার চোখে নিস্পাপ শিশুর মতোই মুক্তমনা,
শুধু চাই সে সবসময় থাকুক প্রাণ খোলা হাসিমুখে
এটুকু পেলেই আমি থাকবো মহাসুখে
You cannot copy content of this page