সামাজিক দূরত্ব মানার বিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ভীড় জমিয়ে ব্যাংকিং লেনদেন চললো কাজিপুরের চালিতাডাঙ্গায় অবস্থিত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে। সোমবার (২০ এপ্রিল) বেলা এগারটায় সরেজমিন ওই ব্যাংকে গিয়ে দেখা গেছে কয়েকশ মানুষ গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে ব্যাংকে প্রবেশ করছে। কেউ কেউ আগে ঢোকার জন্যে ধাক্কাধাক্কি করছে। সেখানে ব্যাংকের কোন নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়েনি। ব্যাংকসূত্রে জানা গেছে সোমবার ওই ইউনিয়নের ভানুডাঙ্গা, চরভানুডাঙ্গা ও সোহাগীপাড়ার ১৯৭ জন বয়স্ক, ৬৩ জন বিধবা ও ৬৫ জন প্রতিবন্ধীদের মাঝে ভাতার টাকা প্রদান করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকের ব্যবস্থাপক গোলাম রব্বানী জানান, ‘আমি প্রশাসনের সহযোগিতা চেয়েছি। উনারা গ্রাম পুলিশ পাঠিয়েছিল। কিন্তু তারা সামাল দিতে পারেনি।’ চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল জানান, ‘আমার নিকট দুইজন গ্রাম পুলিশ চেয়েছিলো সেখানে আমি পাঁচজনকে পাঠিয়েছি।’ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, “ওই ম্যানেজার আমার নিকট কোন সহায়তা চাননি। সোনালী ব্যাংক চেয়েছিলো সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে।”
Leave a Reply