আবির হোসাইন শাহিন, স্টাফ রিপোর্টারঃ
উপজেলার পন্চক্রোশি ইউনিয়নের কাজিপাড়া গ্রামের আব্দুল রহমানের পুত্র হজরত আলী(২৫)করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সাজন।
হজরত আলী নারায়ণগঞ্জ থেকে ১১ এপ্রিল গ্রামের বাড়িতে আসে। উপজেলা বিভাগের স্বাস্থ্য কর্মীরা কোন প্রকার করোনার উপসগ না থাকা সত্তেও তা লালা সংগ্রহ করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে পাঠালে আজ সোমবার সন্ধ্যায় তার পজিটিভ রিপোর্ট আসে।
এই সংবাদ পাওয়া মাত্র থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের ডাক্তাররা তার বাড়িতে যায়।
হজরত আলীর বাড়ি লকডাউন করে রাখা হয়েছে ।
এ বিষয়ে উপজেলা নিবাহী অফিসার আরিফুল ইসলাম জানান খবরটি নিশ্চিত হওয়ার পর তার বাড়ি লকডাউন করা হয়েছে এবং আগামীকাল সকাল থেকে উল্লাহপাড়া লকডাউন ঘোষনা করা হয়েছে।
উল্লেখ্য সিরাজগঞ্জে এ নিয়ে দুইজন করোনা রুগি সনাক্ত হল।
Leave a Reply