আসমাউল মুত্তাকিন : প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে এখন সারা বিশ।করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশের ন্যায় সাভারের সদর ইউনিয়নের দিনমজুর, ভ্যানচালক, চা বিক্রেতা মালিসহ নিম্ন আয়ের মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। ঘরে বসে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন স্থানীয়
সাভার সদর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান
হাজী মোঃ সোহেল রানা।
শুক্রবার (১২এপ্রিল) সাভারের সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সামাজিক দূরত্ব মেনে অসহায়, দরিদ্র ও নিম্নবিত্ত প্রায় ১ হাজার মানুষকে চাল,তেল,লবণ,ডাল ও সাবান বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন সভার উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী।
এই বিষয়ে সাভার উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান হৃদয় বলেন 'ঘনবসতিপুর্ন এই ইউনিয়ন এ খাদ্য সংকট সহ সকল সমস্যা সমাধান এর জন্য এখন পর্যন্ত এক মুহুর্ত ও বসে থাকেন নি তিনি নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন জনতার চেয়ারম্যান হাজী সোহেল রানা। প্রতিটি ওয়ার্ড এ অসহায় মানুষ দের মুখে এক চিলতে হাসি ফোটানোর জন্য ভরসা আর সাহস যোগাচ্ছেন সকল কে সুস্থ থাকার জন্য,সুন্দর ভাবে বুঝাচ্ছেন এবং পরামর্শ দিচ্ছেন সবাই কে লকডাউন মেনে ঘরে থাকা এবং সকল নিরদেশনা মেনে চলার জন্য ,সরকারী তহবিল এবং নিজস্ব তহবিল থেকে নিজ হাতে অসহায় মানুষদের হাতে প্রয়োজনীয় উপহার সামগ্রী নিজ হাতে তুলে দিচ্ছেন প্রতিটি ওয়ার্ড এ ,খোজ খবর নিচ্ছেন সকল মানুষ এর।'
সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগ এর সহ-সভাপতি হাসনাইন আহাম্মেদ শুভ বলেন- 'তার এই মানবিক কর্মকান্ডে সন্তুষ্ট হয়ে সাভার সদর ইউনিয়ন এর বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আনন্দিত তারা বলেন সাভার ইউনিয়নের, চেয়ারম্যান সোহেল রানার, মত বাংলাদেশের সকল চেয়ারম্যানরা যদি কাজ করতো, তাহলে কোন অভাবী লোক বিপদ গ্রস্থ হতো না।'
You cannot copy content of this page