মেহেরাবুল ইসলাম সৌদিপ, জবি প্রতিনিধিঃ জাতিসংঘ ইতোমধ্যে করোনাভাইরাসকে মহামারি বলে ঘোষণা দিয়ে দিয়েছে। এই ভাইরাসে আতঙ্কিত গোটা বিশ্ব। মিডিয়ায় এখন প্রধান শিরোনাম করোনাভাইরাস। বাংলাদেশেও ইতোমধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। চায়ের কাপ থেকে শুরু করে মন্ত্রিসভা পর্যন্ত আলোচনার শীর্ষে করোনাভাইরাস। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও করোনায় আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কী ভাবছেন জবি শিক্ষার্থী কৌশিক সাহা?
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী কৌশিক সাহা বলেন, 'প্রতিদিন পত্রপত্রিকা খুললেই দেখি প্রধান শিরোনাম করোনাভাইরাস। শুধু পত্রিকায়ই দেখা যায় এমন নয়। টিভি খুলে বসলে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতেও আলোচনার শীর্ষে করোনা। পুরো বিশ্বে এ ভাইরাসে আতঙ্কিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর। করোনা প্রতিকার করতে না পারলেও প্রতিরোধ করা সম্ভব। আমাদের সতর্কতার সঙ্গে চলাফেরা করা উচিত। পাশাপাশি আতঙ্কগ্রস্ত জনগণের কাছে এ ভাইরাস সম্পর্কে সচেতন করার দায়িত্ব আমাদেরই।'
[caption id="attachment_5971" align="alignnone" width="845"] কৌশিক সাহা[/caption]
তিনি আরো বলেন, 'বাংলাদেশে এই ভাইরাসের আক্রমণ মারাত্মক হওয়ার আগেই সরকারি এবং বেসরকারিভাবে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে সাধারণ মানুষের দাবি জানানো উচিত। পাশাপাশি ভাইরাস থেকে নিজেকে ও মানবদেহকে রক্ষার জন্য প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন মাস্ক, স্যানিটাইজার, সাবান, হ্যান্ডওয়াশ ইত্যাদি দ্রব্যের বাজারমূল্য যেন স্বাভাবিক থাকে সে ব্যাপারেও কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টিপাত হোক সেটাই আশা করি।'
You cannot copy content of this page