গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
সারাবিশ্বে যখন করোয় রোগে আতঙ্কিত, লকডাউন হচ্ছে জেলার পর জেলা, থেমে নেই করোনা ভাইরাসের বিস্তার। সারা বাংলাদেশ বেশ কিছু পুলিশ ও সাংবাদিক আক্রান্ত হয়েছে, কিছু পুলিশ সদস্য হোম কোয়ারেন্টাইন আছে, থেমে নেই গোপালপুর থানার পুলিশের সেবা কার্যক্রম।
তাই টাঙ্গাইলের গোপালপুর থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে স্থানীয় এমপি তানভীর হাসান ছোট মনির এর সহযোগিতায়,
থানাকে জীবাণু মুক্ত ও করোনা ভাইরাস এর সংক্রামক এড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । মেইন ফটকে বসানো হয়েছে জীবাণুনাশক স্প্রে, বসানো হয়েছে হাত ধোয়ার বেসিন, তাপমাত্রা নিয়ন্ত্রণ যন্ত্র দিয়ে পরীক্ষা শেষে নাম খাতায় লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি।
থানায় ডিউটি অফিসারের সাথে কথা বলার সময়, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বৃত্তকার চিহ্ন আকানো হয়েছে ।
গোপালপুর থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন থানা পুলিশের সেবা নিশ্চিত করার লক্ষ্যে আমার এই সামান্য পদক্ষেপ। এবং আমাদের পুলিশ সদস্যদের সুরক্ষায় সর্ব আগে
Leave a Reply