নড়াইল প্রতিনিধি : বৈশ্বীক করোনা ভাইরাস সংক্রমন রোধে কর্মহীন খাদ্য সংকটে থাকা অসহায় নারীদের পাশে দাঁড়ালেন গ্রামীন ব্যাংক। নড়াইলের লোহাগড়ায় গ্রামীণ ব্যাংক লক্ষ্মীপাশা শাখার পক্ষ থেকে ৮জন অসহায় মহিলাদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় লক্ষ্মীপাশা বাসস্ট্যান্ড সংলগ্ন কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপক মু: গফ্ফার মীরদাহ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন। গ্রামীণ ব্যাংকের সংগ্রামী সদস্য অহসায় ৮জনকে জনপ্রতি ১০কেজি চাল, ডাল ২কেজি, তৈল ১কেজি, লবন ১কেজি, আলু ৪কেজি, পিয়াজ ২কেজি ও নগদ ৩ শত টাকা অনুদান দেওয়া হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র অফিসার মো: আবু ছালেক, অফিসার আবিদ হাসান, অফিস সহকারি সঞ্জয় বিশ্বাস, লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক এস এম আলমগীর কবির প্রমুখ। #
You cannot copy content of this page