দেশব্যাপী চলমান করোনা পরিস্থিতিতে ঘরে থাকা নিম্ন আয়ের একশ চল্লিশটি পরিবার পেল খাবার সহায়তা। সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ী গ্রামের ওয়ার্ড যুবলীগ সভাপতি আনোয়ার হোসেনের নিজস্ব অর্থায়নে এই সহায়তা দেয়া হয়। সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্ম নাসিম ও সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নির্দেশনায় সোমবার দুপুরে স্থলবাড়ী নিজ বাড়িতে বিতরণ কাজের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। এসময় তিনি আনোয়ারের মতো এলাকার বিত্তবানদেরকে তাদের নিজ নিজ পাড়া মহল্লার দুঃস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সহায়তা সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, তেল ও পিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম প্রমূখ।
Leave a Reply