ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ"করোনা ভাইরাস" প্রতিরোধে জনসমাবেশ ঠেকাতে প্রশাসনের ঘোষিত আইন অমান্য করে দোকান খোলা রাখায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন বাজারে ৭ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান দুপুর ১ ঘটিকার পর থেকে উপজেলার বাংলাবাজার, রানীরবন্দর ও চম্পাতলী বাজারে এ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইরতিজা হাসান জানান, আইন অমান্য করে দোকানপাট খোলা রাখায় উপজেলার বাংলা বাজারের ১টি হার্ডওয়্যার ব্যবসায়ীকে ৬ হাজার, রানীরবন্দর বাজারের ১টি হার্ডওয়্যার ব্যবসায়ীকে ৩ হাজার, ১টি ইলেকট্রিশিয়ান ব্যবসায়ীকে ১ হাজার, ১টি কাপড় ব্যবসায়ীকে ২ হাজার, ১টি কাপড় ব্যবসায়ীকে ১ হাজার, চম্পাতলী বাজারের ১টি ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীকে ২ হাজার ও ১টি রড-সিমেন্ট ব্যবসায়ীকে ১০ হাজার টাকা সহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মুদি দোকান, কাচাবাজার ও ঔষধের দোকান খোলা থাকবে এবং দুপুর ১ টার পর শুধুমাত্র ঔষধের দোকান খোলা থাকবে। এছাড়া সন্ধ্যা ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাড়ির বাহিরে বের না হওয়ার নির্দেশ দেন তিনি।
You cannot copy content of this page