যশোর প্রতিনিধিঃযশোরে স্বাস্থ্যকর্মীসহ ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একই সময়ে ল্যাবটিতে ৬৮ নমুনা পরীক্ষা করা হয়েছে।
বুধবার যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. শেখ আবু শাহিন জানান,গত ২৪ ঘণ্টায় ৬৮ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩ জনের করোনা পজিটিভ আসে।আক্রান্তদের মধ্যে যশোরে চারজন,নড়াইলে চার চিকিৎসকসহ পাঁচজন, কুষ্টিয়ায় দুইজন,মেহেরপুরে একজন এবং মাগুরায় একজনসহ মোট ১৩ জনের করোনা পজিটিভ আসে। যশোরের চারজনের মধ্যে (চৌগাছা-দুইজন, চুড়ামনকাঠি-একজন,শার্শা- একজন বলে জানা গেছে।
শার্শার কামাড় বাড়ি মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা নিয়তি বড়ালের রক্তে করোনা পজিটিভ পাওয়া গেছে। বিগত কিছুদিন ধরে করোনা উপসর্গ নিয়ে ভুগছিলেন।তিনি শার্শা উপজেলার লক্ষনপুর উপস্বাস্থ্য কেন্দ্রে দায়িত্বে ছিলেন।এনিয়ে শার্শায় জনমনে আতংক বিরাজ করছে।
এরআগে গত ১৭ এপ্রিল থেকে এ ল্যাবে পরীক্ষা শুরু হলেও এ পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।আজ বুধবার একদিনেই ১৩ করোনা রোগী শনাক্ত হলো।
You cannot copy content of this page