এ আই রিফাতঃ লোহাগাড়া,চট্টগ্রাম চট্টগ্রামের লোহাগাড়া ডায়াবেটিসক হাসপাতালের পরিচালক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী আরমান বাবু রোমেলের উদ্যোগে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।তারই ধারাবাহিকতায় বুধবার (২২ এপ্রিল) দিনব্যাপী উপজেলার কলাউজান ও পুটিবিলার কয়েক'শ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এদিকে ফ্রিতে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা চালু করায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।
আরমান বাবু রোমেল বলেন, করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী রয়েছে সবধরনের মানুষ কিন্তু চিকিৎসকরা নিয়মিত তাদের সেবা চালিয়ে গেলেও কিছু কিছু মানুষ ভয়ে চিকিৎসা সেবা নিতে যাচ্ছে না। তাদের সুবিধার্থে এ সেবা চালু করেছি।
You cannot copy content of this page