নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় করোনা রোগের নমুনা সংগ্রহের অস্থায়ী একটি কক্ষের উদ্বোধন অনুষ্ঠিত হয়ছে। বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিজ তলায় করোনা রোগের নমুনা সংগ্রহের অস্থায়ী কক্ষের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ শাহাবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর নড়াইল জেলার সাধারণ সম্পাদক এস এম হায়তুজ্জামান, ক্টরস স্পেশালাইজড হসপিটালের ম্যানেজার মো. মাসুদুর রহমান, জেলা কাব লিডার কাজী কামরুল হুদা, উপজেলা যুগ্ম-সম্পাদক মো. হান্নান বিশ্বাস, উপজেলা কাব লিডার শাহ আলমগীর প্রমুখ।
পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরীফ শাহাবুর রহমানের নিকট ডক্টরস স্পেশালাইজড হসপিটালে পক্ষে এস এম হায়াতুজ্জামান করোনা রোগের নমুনা সংগ্রহের কক্ষের চাবি হস্তান্তর করেন। #
You cannot copy content of this page