আবির হোসাইন শাহিনঃযমুনা টিভিতে প্রচার হওয়া নিজের গচ্ছিত টাকা করোনার ত্রান তহবিলে দান করা সেই ভিক্ষুককে সহায়তা দিচ্ছে সরকার।
মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে তাকে জানানো হয়, সরকার একটি জমি দিবে, সেখানে তাকে বাড়ি করে দিবে, আজীবন চিকিৎসা ব্যয় বহন করবে এবং আর যাতে ভিক্ষা করে খেতে না হয় সেজন্য একটি দোকান করে দেয়া হবে।
উল্লেখ্য, শেরপুরের ঝিনাইগাতি ভিক্ষুক নজিম উদ্দিন ভিক্ষা করে জমাকৃত দশ হাজার টাকা এ দূর্যোগের সময় ইউএনও'র ত্রাণ তহবিলে দান করেন।
You cannot copy content of this page