মোঃ মারুফবিল্লাহ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা কৃষি অফিস ও উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় মোবাইল এর মাধ্যমে অর্ডার নিয়ে মালামাল বিক্রয় ও ভ্রাম্যমান বাজার কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে সাড়া জাগিয়েছে।
করোনা ভাইরাস সংক্রামক রোগ প্রতিরোধে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল এর নির্দেশনায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুহুল আমিন ব্যবস্থাপনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১১০টি ভ্যানযোগে ভ্রাম্যমান বাজার এলাকায় ঘুরে ঘুরে মানুষের বাড়িতে সবজি বিক্রয় করছে।
এছাড়া উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম এর ব্যবস্থাপনায় অনলাইন বিক্রয় মোবাইলের মাধ্যমে কালিগঞ্জ ফ্রেশ এন্ড সেপ ফিস মার্কেট চালু হয়েছে। মোবাইলে অর্ডার পেলে বাগদা, গলদা, হরিনা চিংড়ি, ভেটকি, টেংরা, মনোসেক্স, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রয় হচ্ছে।
You cannot copy content of this page