সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : করোনা ভাইরাসের কারণে ঠাকুরগাঁওয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়েছেন কৃষকলীগ নেতা পবারুল ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে নিজ উদ্যোগে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাট এলাকার শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম।
১শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, সাবানসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এরআগে কৃষকলীগ নেতা পবারুল ইসলাম নিজ উদ্যোগে ঠাকুরগাঁও পৌরসভার গোয়ালপাড়া এলাকার ৮০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক পবারুল ইসলাম বলেন, আমরা যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে অসহায় মানুষের পাশে থাকার ক্ষুদ্র প্রয়াস। জেলায় অনেক বিত্তবান মানুষ রয়েছে আমার মত করে তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
সামনে রমজান মাস আসছে। এই রমজান মাসের প্রত্যেক সপ্তাহে নিজ উদ্যোগে ১শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করবেন বলে জানান কৃষক লীগ নেতা পবারুল ইসলাম।
You cannot copy content of this page