মামুন কৌশিক নেত্রকোণা প্রতিনিধি :
করোনা বিপর্যয়ের মধ্যে সীমাহীন কষ্টে আছেন কৃষকরা। তারা তাদের পাকা ধান কাটতে পারছেন না শ্রমিকের অভাবে। লক ডাউনের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না শ্রমিকরাও।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বারহাট্টা উপজেলায় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত তিনটি হারভেষ্টার মেশিনের তৃতীয়টি বরাদ্দ পাওয়া ব্যাক্তির হাতে তোলে দেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম।
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান বলেন যে, করোনা মহা বিপর্যয়ে কৃষকদের বড় সমস্যা হচ্ছে পাকা ধান কাটা তাই কৃষকদের স্বার্থ বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারহাট্টা উপজেলায় প্রথম ধাপে ৩ টি হারভেষ্টার মেশিন ৫০% ভর্তুকিতে বরাদ্দ প্রদান করেন।
তা আমি তৃতীয়টি বরাদ্দ প্রাপ্ত ব্যাক্তির মাঝে বিতরণ করি। এ
সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাইমিনুর রশিদ ও স্থানীয় ব্যক্তিবর্গ।
Leave a Reply