আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চারজনের গলাকাটা বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৪ এপ্রিল(বৃহস্পতিবার)দুপুরে মালয়েশিয়া প্রবাসী রিজোয়ান কাজলের(৪৮) বাসা থেকে ইন্দোনেশিয়ান প্রবাসী মা স্মৃতি ফাতেমা(৪০),বড় মেয়ে নওরা(১৬),ছোট মেয়ে হাওয়ারীন(১২)ও প্রতিবন্ধী ছেলে সাদিল(৭)এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান,সকাল থেকে উপরের তলায় থাকা ভাবি ও সন্তানদের সাড়াশব্দ না পাওয়ায় তিনি পুলিশকে খবর দেন।
তারা সকলেই পাগলা থানার গোলাবাড়ির তালুকদার বাড়ির স্থায়ী বাসিন্দা।১২ বছর পূর্বে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলো।
খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার, শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম,ক্রাইম সিন ইউনিট,সিআইডি সহ গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল শেখ জানান,ধারনা করা হচ্ছে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে।পুলিশ ঘটনার রহস্য উন্মেচনে কাজ শুরু করেছে।
ক্যাপশনঃ নিহত মা স্মৃতি ফাতেমা এবং তার তিন সন্তান
You cannot copy content of this page