মোঃ কাইয়ুম মাহমুদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল ) সকালে জেলার শাহজাদপুর পোতাজিয় দুগ্ধ খামারীদের সাড়ে তিন হাজার লিটার দুধ কিনলেন র্যাব-১২ সদস্যরা।
লক ডাউনের কারণে উৎপাদিত পণ্য বিক্রয়ে হিমশিম খেতে হচ্ছে লাখো মানুষের তাদের কেউ কেউ চোখের জলের সাথে বিসর্জন দিচ্ছেন কষ্টের ফসল এমনটাই ঘটেছিল শাহজাদপুরের পোতাজিয়ায়।
দুগ্ধ খামারীদের উৎপাদন খরচের অর্ধেকেরও কম দাম হওয়ায় হাজার হাজার লিটার দুধ ফেলে দিচ্ছিলেন তারা
বিষয়টি জানতে পেরে র্যাব-১২ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল ইসলাম এর নির্দেশক্রমে র্যাব-১২ এর মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান এর নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল এগিয়ে আসেন পোতাজিয়ার দুগ্ধ খামারীদের পাশে।
মিডিয়া অফিসার লেঃ এম এম এইচ ইমরান গণমাধ্যমকর্মীদের বলেন শাহজাদপুরের পোতাজিয়ার দুগ্ধ খামারীদের পাশে দাড়ানো র্যাব-১২ এর একটি ক্ষুদ্র প্রয়াশ আজ প্রায় সাড়ে তিন হাজার লিটার দু্ধ আমরা সংগ্রহ করছি, এর আগেও আমরা ওনাদের নিকট থেকে দু্ধ সংগ্রহ করেছি এবং ভবিষ্যতেও করবো এতে করে হয়তো তাদের আর্থিক ক্ষতির কিছুটা অবসান ঘটবে এছাড়াও আমাদের পাশাপাশি সমাজের অন্যান্য বিত্তবানরা যদি দুগ্ধখামারী ও অন্যান্য প্রান্তিক চাষীদের পাশে এসে দাড়ান, তাহলে আশা করা যায় তারা দৈনন্দিন জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন।
বর্তমান পরিস্থিতিতে করোনাভাইরাস মোকাবিলায় গণমাধ্যমকর্মীদের ভূয়সী প্রশংসা করে এই কর্মকর্তা সাংবাদিকদের গণমাধ্যমযোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন এই সময়ে তিনি গণমাধ্যমর্কমীদের মাধ্যমে প্রান্তিক চাষী ও খামারীদের পাশে যেন সমাজের বিত্তশালী ব্যক্তিবর্গ এগিয়ে আসেন,সে আহবান জানান।
You cannot copy content of this page