সোহাগ লুৎফুল কবির, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুরের দুর্গম যমুনার চরে টিসিবির ১৮০ লিটার ভোজ্যতেল কালোবাজারে বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটকেরা হলেন-নাটুয়ারপাড়ার নুরু মহাজন, একই গ্রামের নুরুল ইসলাম ও নিশ্চিন্তপুরের আবু হানিফ।
বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। কাজিপুর ইউএনওর নির্দেশে বুধবার বিকেলে নাটুয়ারপাড়া ও নিশ্চিন্তপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
অভিযানের সময় ডিলার পালিয়ে গেলেও মামলায় ৩ ব্যবসায়ীর সঙ্গে তাকেও আসামি করা হয়েছে। নাটুয়ারপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে টিসিবি ডিলার মামিদুল ইসলাম
কাজিপুরের ইউএনও জাহাদ হাসান সিদ্দিকী বলেন, ব্যবসায়ী ও ডিলারের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ডিলার পলাতক মামিদুলের ডিলারশিপ দ্রুত বাতিলের জন্য টিসিবি কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply