আব্দুর রউফ রুবেল, গাজীপুরঃ
গাজীপুরের শ্রীপুরে প্রবাসীর স্ত্রী এবং তিন সন্তানকে হত্যার ঘটনায় প্রবাসী রেজোয়ান হোসেন কাজলের বাবা আবুল হোসেন বাদী হয়ে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার(২৩ এপ্রিল) দিবাগত রাতে মামলা দায়ের করা হয়।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ জানান, মা দুই মেয়ে ও এক ছেলেকে শুধু গলা কেটেই হত্যা করা হয়নি, চার জনের শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্নও রয়েছে। তবে ঘরে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। ঘরের আলমারিসহ অন্যান্য জিনিস সুরক্ষিত ছিল। এছাড়াও প্রেম ঘটিত বা অন্যান্য কোন বিষয়ে এমন হত্যাকান্ড ঘটেছে কিনা তা পুলিশের একাধিক টিম রহস্য উদঘাটনে কাজ করছে।
আবদার এলাকায় এমন লোমহর্ষক ও নারকীয় ঘটনা ঘটায় আবদার গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছে।
নিহতের প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, তারা খুব আন্তরিক ছিলেন। এই এলাকায় প্রায় এক যুগ যাবত বসবাস করছেন,তাদের কে কখনো কারো সাথে ঝগড়া করতে দেখিনি।
প্রবাসী কাজলের আত্মীয় সুত্রে জানা যায়, আইনগত প্রক্রিয়া শেষে চার জনের মরদেহ ময়মনসিংহের পাগলা থানার লংগাইর ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে দাফন করা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ ঘটনায় নিহতের শ্বশুড় আবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply