মোঃ হেলাল উদ্দিন,
কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলায় মেসার্স লাবন্য ট্রেডার্সের মালিক চাল ব্যবসায়ীর উদ্যোগে অসহায় দুঃস্থ, কর্মহীন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ) বিকেলে উপজেলায় কামারখন্দ নিজ বাসা প্রাঙ্গনে ৮০টি অসহায় দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
কামারখন্দ উপজেলার কামারখন্দ বাজারের চাল ব্যবসায়ী মেসার্স লাবন্য ট্রেডার্সের মালিক মোঃ নায়েব খন্দকার নিজস্ব অর্থায়নে চাল বিতরণ করেন।
চাল বিতরণে সময় উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. কামরুল হাসান আমিনুল, উপজেলা যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
You cannot copy content of this page