সুজন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কোভিড-১৯ করোনা ভাইরাস থেকে মুসল্লিদের মুক্ত রাখার লক্ষ্যে মসজিদে মসজিদে সাবান বিতরণ করেছে তানভীর হোসেন বেলাল।
শুক্রবার ২৪ এপ্রিল বেলা ১২টার দিকে সেনুয়া ইউনিয়নের ৩টি মসজিদে সাবান বিতরণ করা হয়েছে।
মুসল্লিরা নামাজের পূর্বে ওযু করার সময় সাবান ব্যবহার করে হাত ধুয়ে নামাজের জন্য মসজিদে প্রবেশ করার জন্যই এই প্রয়াস। যাতে মুসল্লিরা করোনা ভাইরাস হতে নিরাপদ ও সুস্থ্য থাকতে পারেন।
তানভীর হোসেন বেলাল বলেন, সমগ্র দেশ ও জাতি আজ করোনা ভাইরাসে আতঙ্ক। আতঙ্ক নয়, প্রয়োজন সর্তকতা।
নিজে সুস্থ্য থাকব এবং অন্যকে সুস্থ্য রাখার জন্য আমার ক্ষুদ্র উদ্যোগ। সৃষ্টিকর্তা যাতে আমাদের এ ভয়ানক ভাইরাস থেকে মুক্ত রাখেন সেই জন্য আমরা আল্লাহ তায়লার নিকট বেশি বেশি ক্ষমা প্রার্থনা করব। তিনি যাতে সমগ্র দেশবাসীকে হেফাজত করেন। পরে মুসল্লিদের হাতে একটি করে মার্কস তুলে দেন।
You cannot copy content of this page