রাজু আহমেদ, সিংড়া:
নাটোরের বড়াইগ্রাম পৈারসভার করোনার কারণে কর্মহীন , অস্বচ্ছল ও অসুস্হদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করছেন আল ফারাবী জিয়া।
গ্রামীণ ফোনে কর্মরত জিয়া যদিও তিনি ঢাকায় অবস্থান করেন কিন্তু মাতৃভূমি ও মানবিকতার টানে এলাকার দুখী, অসহায় এবং দুস্থ মানুষের সবসময় খোঁজ খবর রাখেন। করোনার ভয়াল থাবায় বিধস্ত এহেন পরিস্থিতিতে এলাকার ১৪০ পরিবারকে বৃহস্পতিবার নগদ আর্থিক সহায়তা প্রদান করেন এবং তিনি আরো প্রতিশ্রুতি এবং আশ্বাস দেন।
তিনি জানান ইদের আগে এলাকায় বৃহৎ পরিসরে পারিবারিকভাবে আরো অনেক পরিবারকে নগদ অর্থ ও খাবার সহায়তা দেয়া হবে।
রাজু আহমেদ
২৫/০৪/২০
Leave a Reply