নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুইজন করোনায় আক্রান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদ হাসান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্ত পিতা পুত্রের বাড়ি উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাজনাবাড়ি গ্রামে। এদের একজন মুদি দোকানী পিতার বয়স ৬৪ বছর। পুত্রের বয়স ৩৫ বছর বলে জানা গেছে।
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গত ২২ এপ্রিল সর্দি জ্বর নিয়ে আক্রান্ত ওই দুইব্যক্তি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। সন্দেহ হলে সেখানকার ডাক্তার তাদের রক্তের নমুনা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
শুক্রবার সন্ধ্যায় তাদের রক্তে করোনা পজেটিভ রিপোর্ট আসে। মনসুর নগর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজমহর জানান, করোনা পজেটিভ সংবাদ জেনে ওই দুই ব্যক্তি বাড়ি থেকে পালিয়েছে।
Leave a Reply