সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মনসুরনগর ইউনিয়নে দুইজন করোনা রোগি শনাক্ত হয়েছে গত শুক্রবার (২৪ এপ্রিল)। জ্বর -সর্দি নিয়ে তারা জামালপুরের শরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য গেলে চিকিৎসক করোনা সন্দেহে তাদের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠান। শুক্রবার বিকেলে তাদের রিপোর্ট করোনা পজেটিভ প্রকাশ হয়। পরে শনিবার বিকেলে সাবেক স্বাস্থ্যমন্ত্রি মোহাম্মদ নাসিম ও সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় এর নির্দেশনায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। তিনি আরো জানান, ওই রোগির পরিবারের মোট ১৬ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। আগামীকাল মেডিকেল টিম যাবে তাদের নমুনা সংগ্রহ করতে।
মনসুরনগর ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ মানিক মিয়া জানান, " জয় ভাইয়ের নির্দেশে ও অর্থায়নে রোগির পরিবারের জন্য খাদ্য সামগ্রি পৌঁছে দেয়া হয়েছে।"
You cannot copy content of this page