গোপালপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নলিন বাজারে "আলোর মিছিল পাঠাগার" এর উদ্দেগে আন্তর্জাতিক দুর্যোগ করোনা ভাইরাসের কারনে অসহায় ও দুস্থ মানবতার সেবায় এবং পবিত্র রমযান উপলক্ষ্যে ধর্ম-বর্ন নির্বেশেষে ৩০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ ও ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।।
এসময় উপস্থিত ছিলেন,, "আলোর মিছিল পাঠাগারের " সভাপতিঃ মুফতী রেদওয়ান (শাহীন) , সাঃ সম্পাদকঃ আব্দুল লতিফ, রেজাউল করিম সহ সংগঠনের সদস্যবৃন্দ।।
You cannot copy content of this page